দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রবিবার অর্থাৎ আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে। কয়েকদিনের দিনভর বৃষ্টির জেরে তাপমাত্রা পারদ অনেকটাই নীচে নেমেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এবং দক্ষিণ বিহার এবং সংলগ্ন দক্ষিণ -পূর্ব উত্তরপ্রদেশের উপরে একটি নিম্নচাপ আছে । ঘূর্ণাবর্তের ফলে রাজ্যের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যার দরুণ দুই মেদিনীপুর , দক্ষিণ ২৪ পরগনা , পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের দার্জিলিং , কালিম্পং ও আলিপুরদুয়ারে , দুই দিনাজপুর , মালদা এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ , নদিয়া , বীরভূম , বাঁকুড়া পুরুলিয়াতে এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। তবে কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।