দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ মেক্সিকো ও আমেরিকার সীমান্তবর্তী রেনেসা শহরে বন্দুকবাজদের হামলায় মৃত্যু হল ১৮ জন ব্যক্তির। জানা গেছে, গতকাল বিকেল থেকেই ঐ শহরের বিভিন্ন এলাকায় হামলা চালায় এই বন্দুকবাজেরা। আমেরিকা ও মেক্সিকোর সীমান্তে অবস্থিত একটি সেতুর সামনে পুলিশের উপর হামলা চালায় এই দুষ্কৃতীদের একটি দল। সেখানে গুলির লড়াইতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।
এই হামলার পরেই সরকার সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে পাঠায় ঐ এলাকার আশান্তি নিয়ন্ত্রনে আনার জন্য। আসলে দীর্ঘ দিন ধরেই এই এলাকায় নানান অপরাধ মূলক কাজ হয়ে আসছে। বিখ্যাত মাফিয়া দল ‘গাল্ফ কার্টেল’ এই এলাকায় সক্রিয় আছে বলে জানিয়েছে মেক্সিকো সরকার।
এই মাফিয়া দলের নির্দেশেই দেশের বাইরে থেকে এই এলাকার মাধ্যমে মাদকদ্রব্য ঢোকে দেশের বাজারে। এছাড়াও ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন মাফিয়া দলের সাথে ভাব আছে এই দলের। মেক্সিকান পুলিশের দাবি, এবার ঐ এলাকায় অন্য কোনো মাফিয়া দলের সাথে ঝামেলা লেগেছে। যদিও এই নিয়ে এখনই স্পষ্ট নয় পুলিশ।