দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের পথেই হাঁটলেন এবার বিচারপতি অনিরুদ্ধ বসু। সুপ্রিম কোর্টে নারদ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি।
মঙ্গলবারই নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতের দুই বিচারপতি – হেমন্ত গুপ্তা ও অনিরুদ্ধ বসুর এজলাসে। কিন্তু মামলা শুনানি হওয়ার ঠিক আগেই তা শুনতে রাজি নন বিচারপতি অনিরুদ্ধ বসু।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে রাজ্যে ভােট পরবর্তী হিংসা মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাঙালি বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই একই পথ ধরলেন বিচারপতি অনিরুদ্ধ বসুও।
উল্লেখ্য, নারদ মামলায় কলকাতা হাই কোর্টের বৃহত্তর বেঞ্চের রায়ের বিরুদ্ধে সােমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী। ওই মামলায় রাজ্যের তরফে পেশ করা। তবে হলফনামা গ্রহণ করেনি উচ্চ আদালত । সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদলতে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই মামলাটি গৃহীত হওয়ার পর মঙ্গলবারই তার শুনানি হওয়ার কথা ছিল দুই বিচারপতি হেমন্ত গুপ্তা ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে। কিন্তু নারদ মামলা শােনা থেকে অব্যাহতি চান অনিরুদ্ধ বসু। কার্যত, শুনানি নিয়ে আপাতত অনিশ্চয়তা তৈরি হয়েছে।