30 C
Kolkata
Friday, June 9, 2023
More

    এবার মিঠুন চক্রবর্তীর মামলা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে অন্যত্র সরানোর দাবি

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্য করায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল তৃণমূল।আজ হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের করা সেই মামলা সরানোর আর্জি জানানো হয়েছে।আজ মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছেন আইনজীবী মৃত্যুঞ্জয় পাল।

    আজ বিচারপতি কৌশিক চন্দের কাছে আবেদনকারী আইনজীবী এই মামলা থেকে অব্যাহতি নেওয়ার আবেদন জানিয়েছেন।তাই আজ সেই শুনানি স্থগিত হয়ে গিয়েছে।জানা গেছে আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে ।

    উল্লেখ্য নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্য করায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে  ভোটের ফল ঘোষণার পর ৬ মে মানিকতলা থানায় এফআইআর দায়ের করে তৃণমূল । সেই অভিযোগ উড়িয়ে দিয়ে মহাগুরু দাবি করেছিলেন সভায় উপস্থিত জনগণের অনুরোধে তিনি তাঁর সিনেমার জনপ্রিয় সংলাপ বলেছিলেন মাত্র।

    তাই তিনি তাঁর বিরুদ্ধে করা সেই এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । তবে কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, তাঁকে পুলিশকে তদন্তে সহযোগিতা করতে হবে।আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় সশরীরে উপস্থিত না থাকলেও চলবে। তবে ভিডিও তাঁকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকরা।

    এরপরই জামাই ষষ্ঠীর দিন নিজের জন্মদিনের সকালেই ভার্চুয়াল মাধ্যমেই  পুলিশি জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন মহাগুরু।আজ  বিচরপতি কৌশিক চন্দের বেঞ্চে  সেই মামলার শুনানি ছিল। কিন্তু বেঞ্চ বদলের দাবিতে বিচারপতি চন্দের বেঞ্চেই আইনজীবী মৃত্যুঞ্জয়ের আবেদনের জেরে শুনানি স্থগিত হয়ে যায়।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...