দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্য করায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল তৃণমূল।আজ হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের করা সেই মামলা সরানোর আর্জি জানানো হয়েছে।আজ মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছেন আইনজীবী মৃত্যুঞ্জয় পাল।
আজ বিচারপতি কৌশিক চন্দের কাছে আবেদনকারী আইনজীবী এই মামলা থেকে অব্যাহতি নেওয়ার আবেদন জানিয়েছেন।তাই আজ সেই শুনানি স্থগিত হয়ে গিয়েছে।জানা গেছে আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে ।
উল্লেখ্য নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্য করায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ভোটের ফল ঘোষণার পর ৬ মে মানিকতলা থানায় এফআইআর দায়ের করে তৃণমূল । সেই অভিযোগ উড়িয়ে দিয়ে মহাগুরু দাবি করেছিলেন সভায় উপস্থিত জনগণের অনুরোধে তিনি তাঁর সিনেমার জনপ্রিয় সংলাপ বলেছিলেন মাত্র।
তাই তিনি তাঁর বিরুদ্ধে করা সেই এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । তবে কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, তাঁকে পুলিশকে তদন্তে সহযোগিতা করতে হবে।আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় সশরীরে উপস্থিত না থাকলেও চলবে। তবে ভিডিও তাঁকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকরা।
এরপরই জামাই ষষ্ঠীর দিন নিজের জন্মদিনের সকালেই ভার্চুয়াল মাধ্যমেই পুলিশি জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন মহাগুরু।আজ বিচরপতি কৌশিক চন্দের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। কিন্তু বেঞ্চ বদলের দাবিতে বিচারপতি চন্দের বেঞ্চেই আইনজীবী মৃত্যুঞ্জয়ের আবেদনের জেরে শুনানি স্থগিত হয়ে যায়।