দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা ও পাশ্ববর্তী জেলায় গতকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে, আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে কিছু কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।