দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ডলফিন শিকার করে তার মাংস বিক্রি করা হল তুফানগঞ্জে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি, ভিডিও ছড়িয়ে পড়তে, অভিযান চালিয় বনদপ্তর ও তুফানগঞ্জ পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে।
তুফানগঞ্জের ১ ব্লকের দক্ষিণ চিলাখানা এলাকায় অভিযান চালায় বনদপ্তর। সূত্রের খবর, কালজানি নদী থেকে আখতার আলি শেখ নামে এক ব্যক্তি ২৫ কেজির ডলফিন শিকার করেন। তার পর সাড়ে ৬ হাজার বিনিময়ে সেই ডলফিন অন্য আরেকজনের কাছে বিক্রি করে দেন তিনি। সেই ব্যক্তি ডলফিনের মাংস কেটে বিক্রি করছিলেন। সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
খবর পেয়েই পালিয়ে যান মাংস বিক্রেতা। যিনি ডলফিন শিকার করছিলেন সেই আখতার আলিকে গ্রেপ্তার করে বনদপ্তর। দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, রাজ্য কড়া বিধিনিষেধ চলছে। ফলে পরিবেশদূষণ অনেকটা কমেছে, আর তাই তুফানগঞ্জের বালাভোট এলাকায় ডলফিনের সংখ্যা বেড়েছে। গত রবিবার ওই এলাকায় ৮টা ডলফিনের হদিশ পেয়েছে বনদপ্তর।
এই ঘটনার পর সচেতনতামূলক অভিযানের সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। ডলফিনের চোরাশিকার আটকাতে মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচার করা হবে।
ডলফিন মেরে তুফানগঞ্জে দেদার বিকোচ্ছে ডলফিনের মাংস

