দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : দেশে পেট্রো-পণ্যের উচ্চ মূল্যে তোলপাড় একাধিক মহল। বেশিরভাগ ক্ষেত্রেই কছন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলা হচ্ছে। এবারে এনিয়ে সরব হলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর সমর্থনে সরাসরি বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করলেই তেলের দাম কমবে।” বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী নির্বাচনের সুর চড়া হয়েছে একাধিক মহলে।
সম্প্রতি বারাসাতের একটি রাজনৈতিক অনুষ্ঠানে চিরঞ্জিত বলেন, “আমাদের মহান নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে হবে। যিনি একটা রাজ্যে বিজেপিকে ছুড়ে ফেলে দিতে সক্ষম, এর মানে তাঁর সেরকমই জনপ্রিয়তা রয়েছে। তিনি একজন উপযুক্ত মুখ্যমন্ত্রী, শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করলেই তেলের দাম কমবে।” বিজেপির উদ্দেশ্যে অভিনেতা বিধায়কের কটাক্ষ, “আরও দাম বাড়বে। কারণ ওদের বিনামূল্যে ভ্যাক্সিন দিতে হবে। ওই টাকাটা আমাদের থেকে তুলে নেবে। পোস্ট অফিস তুলে দেবে ঠিক করেছে।”