দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা পরিস্থিতির জন্য প্রথমে বাতিল করা হয়েছিল CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষা। তবে তারপরই ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তাই এবার সিদ্ধান্তে বদল করতে বাধ্য হল CBSE বোর্ড। আপাতত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বোর্ড।
কিন্তু এই পরীক্ষা হবে দুভাগে। এর মানে দু-বার নেওয়া হবে এই পরীক্ষা। প্রত্যেক পরীক্ষা সিলেবাসের ৫০ শতাংশের উপর ভিত্তি করেই নেওয়া হবে। প্রথম পরীক্ষাটি নেওয়া হবে এবছরের নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ। আর দ্বিতীয় পরীক্ষাটি নেওয়া হবে পরের বছর অর্থাৎ ২০২২ সালের মার্চ-এপ্রিল মাস নাগাদ।
এই পরীক্ষার জন্য সিলেবাস পরীক্ষা অনুযায়ী দু-ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আসলে এই অতিমারি পরিস্থিতির মধ্যে ছাত্র-ছাত্রীদের অনেকেই অনলাইন ক্লাস ও পড়াশোনা ঠিক ভাবে করতে পারেনি। তাই সিলেবাস দু-ভাগে ভাগ করার নির্দেশ দিয়েছে বোর্ড। এতে তাদের পড়াশোনার চাপ অনেকটাই কমবে।