দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ ভয়াবহ দুর্ঘটনা ঘটল রাশিয়ায়। রাশিয়ার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে পালানায় দিকে যাচ্ছিল এই বিমানটি। কিন্তু পালানায় অবতরণ হওয়া আগেই বিমানটির থেকে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তদন্তে পরে জানা গেছে পাহাড়ে ধাক্কা লাগার ফলেই এই দুর্ঘটনা হয়েছে। আসলে বিমানটির অবতরণ স্থলে নামার সময়ে বিমান চালক সামনের দিকে কুয়াশার ফলে কিছু দেখতে পাননি। যার ফলে সামনের পাহাড়ে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
এখনও পর্যন্ত জানা গেছে, বিমানে উপস্থিত ছিলেন মোট ২৮ জন। কিন্তু দুর্ঘটনায় এই সকল যাত্রীরই মৃত্যু হয়েছে।