দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি হচ্ছেন করিনা ও সইফ। তবে তাদের মতোই জনপ্রিয় তাদের তাদের ছেলে তৈমুর। এত ছোট বয়সেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তৈমুর। তবে তৈমুরের মতোই তার ছোট ভাইও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছেন। আসলে এ বছরের ফেব্রুয়ারি মাসেই জন্ম হয়েছে করিনা কাপুরের ছোট ছেলে অর্থাৎ তৈমুরের ভাইয়ের।
কিন্তু জন্মের পরে থেকেই ধীরে ধীরে তাকে নিয়েও আকর্ষণ তৈরি হয় দর্শকদের মনে। বিশেষ করে তার নাম নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে দর্শকদের মনে। তবে এবার তার নাম জানতে পারা গেছে।
আরও পড়ুন: প্রথম বায়ুসেনা কেন্দ্রিক ফ্রাঞ্চাইজি ‘ফাইটার’, প্রথমবার একত্রে হৃত্বিক-দীপিকা
আপাতত করিনা ও সইফ জেহ নামেই ডাকছেন ছোট ছেলেকে। যদিও এটা তার ভালো নাম নয়। আসলে ‘জেহ’ নামের এই লাতিন শব্দের মানে হচ্ছে মাথায় নীল পালকওয়ালা পাখি।