দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: জম্মু-কাশ্মীরে জঙ্গিদের আর্থিক সহায়তা করার অভিযোগে ৫ জনকে গ্ৰেফতার করার পর। এবার ফের সাফল্য পেল ভারতের পুলিশ। বড়সড় হামলার আগে আবার গ্ৰেফতার করা হল পাঁচ জঙ্গিকে। তবে এবার কাশ্মীর নয়। কোলকাতা ও লখনউ থেকে গ্ৰেফতার করা হয়েছে এদের।
জানা গেছে, বহু দিন ধরেই লখনউ-এর কাকোরির একটি বাড়িতে দুই আলকায়দা জঙ্গি লুকিয়ে ছিল বহুদিন ধরে। আজ উত্তরপ্রদেশ এটিএস হাতে ধরা পড়েছে এই দুই জঙ্গি। এই বাড়িটিতে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে ৬-৭ কিলোগ্রাম বিস্ফোরক ও একটি প্রেসার কুকার বোমা উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, এক বিজেপি সাংসদ ও শহরে কিছু বিজেপি নেতাদের মারতে জঙ্গিরা এখানে এসেছিলেন।
আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত ৫ জনকে গ্ৰফতার করল NIA
অন্যদিকে কোলকাতায় পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্ৰেফতার হয়েছে তিন বাংলাদেশি জেএমবি গোষ্ঠীর জঙ্গি। গতকাল রাতে তাদের গ্ৰেফতার করেছে পুলিশ। তবে তাঁরা কি জন্য কোলকাতায় এসেছিলেন সে সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি। আপাতত জিজ্ঞাসাবাদের পরেই সব জানতে পারবে পুলিশ।