দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: টিকা জালিয়াতি কান্ডে দেবাঞ্জন ধরা পড়ার পর থেকেই শহরে একের পর এক ভুয়ো সরকারি আধিকারিকের খোঁজ মিলেছে। এবার হাওড়ায় বসবাসকারী আরও এক সরকারি আধিকারিকের খোঁজ মিললো। হাওড়ার চড়কডাঙার বাসিন্দা শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ জানিয়েছেন, যে তিনি বহু দিন ধরেই ভুয়ো সিবিআই অফিসার সেজে অনেক লোকের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন।
আসলে শুভদীপের বাড়ির কেউ এই বিষয়টি সম্পর্কে জানতেন না। সবার ধারণা ছিল যে তিনি বি-টেক করে একটি বেসরকারি সংস্থায় কাজ করছেন। গতবছর বিয়ে হয়েছে শুভদীপের। কিন্তু এই বিয়ে পর একদিন হঠাৎ তার স্ত্রী তাকে ধরে ফেলেন। তারপরেই স্ত্রী জগাছা থানায় তার বিরুদ্ধে অভিযোগ করেন। তার স্ত্রীর অভিযোগ, শুভদীপ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন।
যদিও এই অভিযোগের ভিত্তিতে এখন তাকে গ্ৰেফতার করা যায়নি। কারণ এই মুহূর্তে শুভদীপ কোলকাতায় নেই। কিন্তু সে তার বিরুদ্ধে চলা সব অভিযোগ স্বীকার করে জানান, খুব শীঘ্রই হাওড়া আদালতে গিয়ে নিজেই আত্মসমর্পণ করবেন তিনি।