দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কোডিভ পরিস্থিতি শুরু আগে প্রত্যেক বার খুব জাঁকজমক করেই রথযাত্রার অনুষ্ঠান আয়োজন করা হতো পুরীতে। এই অনুষ্ঠানে জগন্নাথের বহু ভক্ত সামিল হতেন। কিন্তু এবার কড়া বিধি নিষেধের বেড়াজালের মধ্যেই হচ্ছে রথযাত্রার অনুষ্ঠান।
ভক্তশূন্য অবস্থায় চলছে রথযাত্রার অনুষ্ঠান। এছাড়াও মন্দিরে সেবায়েতদের টিকা নিতে বলা হয়েছিল। এছাড়াও মাস্ক ও স্যানিটাইজারও বাধ্যতামূলক করা হয়েছে। যদিও মন্দিরে উপস্থিত বেশিরভাগ সেবায়েতদের মুখেই মাস্ক দেখতে পাওয়া যায়নি। মন্দিরের সামনে জনসমাগম আটকাতে গতকাল রাত আটটা পর্যন্ত কার্ফু ডেকেছে সরকার। তবে সম্পূর্ণ অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার করা হচ্ছে। যাতে ভক্তরা জগন্নাথ দর্শন করতে পারেন।
আরও পড়ুন : স্নান যাত্রার পর টানা ১৫ দিন ঘরবন্দী থাকতে হয় জগন্নাথ দেবকেও , তাহলে তিনিও কি পালন করেন কোয়ারেন্টাইন?
তবে শুধু পুরী নয়, এবার ইসকনেও ভার্চুয়াল রথযাত্রা হচ্ছে এবার। এবছর ইসকনের রথযাত্রা ৫০ বছরে পা রেখেছে। কিন্তু প্রত্যেক বারের মতো জনসমাগম এড়িয়ে এবার করোনা বিধি নিষেধ মেনেই হচ্ছে রথযাত্রা। ইসকনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করা হবে এই রথযাত্রার।