দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ফের মামলা। বহু দিন চাকরির আশায় বসে থাকার পরেও ১৪৩৩৯ জন ছেলে-মেয়েদের ভবিষ্যত এখনও অনিশ্চিত। এবার বিচারপতি সুব্রত তালুকদার ও সৌগত ভট্টাচার্যের মধ্যে নিয়োগ নিয়ে নতুন লড়াই শুরু ডিভিশ বেঞ্চে।
আসলে গত শুক্রবার হাইকোর্ট এই মামলার স্থগিতাদেশ তুলে নিয়ে ছিল। কিন্তু আজ ভৌতবিজ্ঞান বিষয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে চ্যালেঞ্জ করেন আইনজীবী সুবীর সান্যাল। এরপরেই ডিভিশন বেঞ্চের নজরে আসে গোটা বিষয়টি।
তারপর আবার নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা করা হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তবে জানা গেছে এই সপ্তাহেই ডিভিশন বেঞ্চে হতে পারে এই নিয়োগ মামলার শুনানি।