দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: খড়গপুরের একটি হোটেলে আজ দুপুর নাগাদ আগুন লেগে যায়। ৬ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত ঐ হোটেলটিতে আগুন লেগে যাওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে আগুন নেভাতে দমকলের দু’টি ইঞ্জিন এসে পৌঁছনোর পরেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।
জানা গেছে, আজ দুপুর নাগাদ তাম্রলিপ্ত নামের ঐ হোটেলটিতে আগুন লেগে যায়। হোটেলের ভিতর থেকে ধোঁয়া বেরতে দেখ আশে পাশের বাসিন্দারা। তারপরেই দমকলে খবর দেওয়া হয়। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও হোটেলের ভিতরের বহু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় ক্ষতি হয়েছে হোটেল মালিকের।


আসলে হোটেলটি ঠিকানা বদলে অন্য জায়গায় চালু হওয়ার কথা ছিল। তাই অনেক দিন ধরেই বন্ধ ছিল হোটেলটি। তাহলে কি করে এই ঘটনা ঘটল? সেটাই এখন প্রশ্ন।