দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত দেড় বছর ধরে সারা পৃথিবীতে করোনার কালো ছায়া পড়েছে। এই মারণ রোগ এই দেড় বছরের মধ্যে বহু মানুষের প্রাণ নিয়েছেন। বিশ্বের বহু দেশেই এই ভাইরাসে সংক্রমণ এখনও চলছে। এই পরিস্থিতির মধ্যে করোনার টিকা এক মাত্র অস্ত্র যার দ্বারা আমরা এই করোনার দৌড় আটকে দিতে পারি।


তবে কোনো ভ্যাকসিন ভালো সেই নিয়েও মানুষের মধ্যে নানান প্রশ্ন। বিশেষ করে আমাদের দেশে প্রধানত দুটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে কোভিশিল্ড ও কোভাক্সিন। এর মধ্যে কোনটি করোনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় তাই নিয়েই চলছে তর্ক। তাই এবার এই প্রশ্নের উত্তর দিল একদল বিজ্ঞানী। তাদের দাবি অনুযায়ী কোভিশিল্ডের দুটি ডোজ নিলে আজীবন করোনা হবে না কারুর।
আসলে কোনো টিকার কার্যকারীতা কত সেই নিয়েই গবেষণা করতে ব্রিটেন ও সুইজারল্যান্ডের কিছু বিজ্ঞানী গবেষণা চালিয়ে ছিলেন। তাতেই এই তথ্য সামনে এসেছে। তাদের রিপোর্ট অনুযায়ী, অ্যাডিনো ভাইরাসের খোলের মধ্যে করোনার স্পাইক প্রোটিন ভরে কোভিশিল্ড তৈরি করা হয়েছে। আর এই অ্যাডিনো ভাইরাস মানুষের শারীরিক গঠনের সাথে পরিচিত। তাই এই টিকা নিলে অ্যাডিনো ভাইরাস মানবদেহের ফাইব্রোব্লাস্টিক রেটিকিউলাস সেলে ঢুকে পড়ে। যার ফলে আই এল ৩৩ সাইটোকাইন নিঃসরণ হয় তখন মানুষের শরীরের টি সেল করোনার চেহারা চিনতে সক্ষম হয়। তাই কোভিশিল্ডের দুটি ডোজ নিলেই আর করোনা হওয়ার সম্ভাবনা থাকে না।