দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এরাজ্যে গণপরিবহনে মহিলাদের সুরক্ষার জন্য রাজ্য সরকারকে বিশেষ কিছু ব্যবস্থা চালু করা যায় কি না সে বিষয়ে প্রস্তাব দিয়েছে কোলকাতা হাইকোর্ট। তবে শুধু মহিলা নয়, রূপান্তরকামী ও ট্রান্সজেন্ডারদের নিরাপত্তা নিয়েও প্রস্তাব দেওয়া হয়েছিল।


এই প্রস্তাব অনুযায়ী, রাজ্যের সব গণপরিবহনে সিসিটিভি লাগানো যায় কি সেই বিষয়ে বলা হয়। এর মাধ্যমে নজরে রাখা যাবে বাসের ভিতিরে কি ঘটছে। এছাড়াও বাসের ভিতরে হেল্পলাইনের ফোন নম্বর দৃশ্য মান রাখতে হবে। যাতে মহিলারা বিপদে পড়লেই হেল্পলাইনে কল করতে পারবে।
তবে মহিলারা ছাড়াও ট্রান্সজেন্ডারদের জন্য একটি আলাদা হেল্পলাইনের নম্বর রাখতে হবে। এই প্রস্তাব নিয়ে রাজ্য নিজেদের অবস্থান জানাবে ১২ই আগস্টের মধ্যে।