দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আর পাঁচ তারপরেই শেষ হবে এই বছর। পরেই বছরেরই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের দিকেই এখন নজর সারা দেশের। তাই এবার উত্তরপ্রদেশের নির্বাচন জিততে মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। দেশের সবচেয়ে বড় রাজ্যকে নিজের দখলে রাখাই এখন বিজেপির মূল লক্ষ্য।


এই বারও হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান গেরুয়া শিবিরের বহু কর্মী। তাই এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। এই নির্বাচনে গোরক্ষপুরের প্রার্থী হিসেবে দাড়াচ্ছেন না যোগী। শুনতে হয়তো অবাক লাগছে। এক সময় এই গোরক্ষপুরে বহু নির্বাচনে জয়ী হয়েছেন যোগী। তাও এখান থেকে প্রার্থী হচ্ছে না তিনি।
আরও পড়ুন: টোকিও অলিম্পিকে প্রণতির খারাপ পারফরম্যান্স দেখে কেঁদে ফেললেন তার প্রাক্তন কোচ মিনারা বেগম
গোরক্ষপুরের বদলে তিনি প্রার্থী হচ্ছেন অযোধ্যায়। যেই অযোধ্যার রাম মন্দির নিয়ে লড়াই চলছে এত বছর। সেই অযোধ্যা থেকে লড়বেন হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ। আগে এই অযোধ্যা থেকে বিজেপির প্রার্থী হতেন বেদপ্রকাশ গুপ্তা। এই সিদ্ধান্তে তিনিও খুশি হয়েছেন। তিনি বলেছেন, “এটা আমাদের অযোধ্যাবাসীর কাছে খুবই গর্বের এবং ভাগ্যের বিষয় হবে যদি মুখ্যমন্ত্রী এই কেন্দ্র থেকে নির্বাচনী লড়াই করেন। অযোধ্য তাঁর অন্যতম অগ্রাধিকারের জায়গা। আমরা তাঁর হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়ব।”