দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:করোনা সংক্রমণের জেরে গত দেড় বছরেরও বেশী সময় ধরে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় আমাদের দেশ ভারতবর্ষও। এখনও পর্যন্ত করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটেনি এরই মধ্যে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। যার জেরে কার্যত নাজেহাল হয়ে পড়েছেন আমজনতা থেকে শিল্পী প্রত্যেকে। একই চিত্র রাজ্যের থিয়েটার শিল্পীদের মধ্যেও চোখে পড়ছে। কিন্তু করোনার থাবা বাধা সৃষ্টি করতে পারেনি ‘সোমা মাইম থিয়েটার’ নাট্যচর্চার পথে।
তাই করোনাকে ভয় পেয়ে পিছিয়ে না এসে প্রয়োজনীয় সমস্ত করোনা বিধিনিষেধ মেনে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করে গতকাল অর্থাৎ ২৫ জুলাই রবিবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির আর্থিক সহযোগীতায় ,’সোমা মাইম থিয়েটার’-এর পরিচালিকা শ্রীমতি সোমা দাসের হাত ধরে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোগ্রাহী ‘থিয়েনার’ অর্থাৎ থিয়েটার সংক্রান্ত সেমিনার তথা আলোচনা পর্ব ।
এই আলোচনা পর্বের বিষয়বস্তু ছিল ‘থিয়েটার বিনোদন না আন্দোলন৷’ এদিনের এই আলোচনা পর্বে পক্ষে বিপক্ষে নিজেদের মতামত রেখেছিলেন ৭ জন বক্তা। এদিনের এই আলোচনা পর্বে যাঁরা অংশগ্রহণ করেছিলেন তাঁরা হলেন নাট্যাভিনেত্রী শ্রীমতী ঋতুপর্ণা বিশ্বাস , নাট্যাভিনেত্রী শ্রীমতি দ্যুতিলেখা মুখার্জি, পরিচালিকা শ্রীমতি জয়শ্রী ভট্টাচার্য, পরিচালিকা শ্রীমতি পিয়ালী বসু চ্যাটার্জী ,পরিচালক শ্রী রতন চক্রবর্তী ,পরিচালক শ্রী রমেন চক্রবর্তী সেইসাথে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সদস্য তথা এক বিশেষ নাট্য ব্যক্তিত্ব শ্রী বিজয় মুখার্জি।
আরও পড়ুন:বাংলায় আবার বৃদ্ধি পেল সংক্রমণের হার, ২৪ ঘন্টায় আক্রান্ত হলেন ৮০০-র বেশি মানুষ
এছাড়া এদিন এই আলোচনা পর্বের শেষে গুনী নাট্যজনদের নজরকাড়া অভিনয়ের মাধ্যমে ৩ টি নাট্য পরিবেশনা করা হয়। এই তিনটি নাট্য পরিবেশনার মধ্যে প্রথমটি ছিল বারাসাত ‘অনুশীলনী’ নাট্য গোষ্ঠীর পরিচালক শ্রী প্রেমাংশু রায়ের পরিচালনায় ‘অপরাজিতা’, অপরটি ‘সোমা মাইম থিয়েটার’ -এর পরিচালিকা শ্রীমতী সোমা দাসের পরিচালনায় ‘দেবী’ এবং শেষেরটি, ‘কথক পারফর্মিং রিপারটয়ার’ নাট্য গোষ্ঠীর পরিচালিকা শ্রীমতী কৃতী মজুমদারের পরিচিলনায় ‘খুড়ী মা’ নাটকটি মঞ্চস্থ করা হয়েছিল। প্রসঙ্গত আগরপাড়ার এস এম টি এরিনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রবেশ ছিল আমন্ত্রণমূলক। তাই করোনা আবহে সমস্ত প্রটোকল মেনে সবমিলিয়ে ২৫ জন গুণীজনদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।