দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ত্রিপুরায় প্রশান্ত কিশোরের টিমকে হেনস্তার প্রতিবাদে গতকালই ত্রিপুরা পুলিশের তীব্র সমালোচনা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এবার ত্রিপুরায় ঐ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে সেখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


জানা গেছে, আজ ত্রিপুরার যুবরাজ নগরে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মীরা। এদিন প্রায় ১০০-২০০ জন তৃণমূল কর্মী এই বিক্ষোভে অংশগ্রহণ করে ছিলেন। বিক্ষোভে উঠে এসেছে মূল্য বৃদ্ধি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয় গুলোও।
আরও পড়ুন:দেশের করোনা সংক্রমণের গ্ৰাফ ফের নিম্নমুখী, এবার দৈনিক সংক্রমণের পরিমাণ ৩০ হাজারেরও কম হল
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ যাবত প্রশান্ত কিশোরের টিম ত্রিপুরায় জনমতের সমীক্ষা চালাচ্ছিল। কিন্তু কিছু দিন আগেই পুলিশ তাদেরকে পরিচয় জানতে চাওয়ার নাম করে আটক করে। তারপর থেকে একটি হোটেলে আটকে রাখা হয়েছে তাদের। এই অভিযোগের ভিত্তিতেই তৃণমূল সমালোচনা করেছে সেই রাজ্যের সরকার ও পুলিশকে।