দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বহু দিন ধরেই বাবুলের দল ছাড়ার জল্পনা তৈরী হয়েছিল। বিশেষ করে মন্ত্রীত্ব হারানোর পরেই সোশ্যাল মিডিয়ায় বহু বার দলের বিরোধিতা করে পোস্ট করতে দেখা গেছে তাকে। সেখান থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল দল ছাড়ার। এবার সত্যিই গেরুয়া শিবির ছাড়লেন এই দাপুটে নেতা। যদিও তিনি তার ফেসবুক পোস্টে স্পষ্ট জানিয়েছে যে তিনি দল ও রাজনীতি দুটোই ছাড়লেন।


এই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “চললাম… অ্যালভিদা সবার কথা শুনলাম- মা,বাবা,স্ত্রী,কন্যা ও প্রিয় বন্ধু বান্ধবের কথা শুনে বুঝে অনুভব করেই বলি, অন্যদলে যাচ্ছি না।” তবে দল ছাড়লেও দলের নেতাদের প্রতি তা শ্রদ্ধা কমেনি। এই পোস্টে তিনি বিজেপির শীর্ষ নেতাদের প্রশংসা করে লিখেছেন, “আমি নাড্ডাজী ও অমিত শাহের কাছে চিরকৃতজ্ঞ। আমি তাদের এই ভালোবাসা কখনো ভুলবো না।”
আরও পড়ুন : এবার ‘খেলা হবে’ ত্রিপুরায়, বাংলা জয়ের পর আজ ত্রিপুরায় আগমণ দেবাংশু ভট্টাচার্যের
এছাড়াও রাজনীতি ছাড়ার প্রসঙ্গে তিনি বলেছেন, “সমাজের জন্য ভালো কাজ রাজনীতিতে না থেকেও করা যায়। তাই নিজেকে একটু গুছিয়ে নি তারপর…”