দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: জম্মু ও কাশ্মীরে অশান্তি সৃষ্টিকারী শক্তিকে দমন করতে নয়া উদ্যোগ নিল প্রশাসন। ৩৭০ ধারা বাতিলের পর থেকেই কাশ্মীরে ভারত বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই এবার থেকে যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে, নিরাপত্তা রক্ষীদের দিকে পাথর ছুঁড়বে বা এলাকায় অশান্তি সৃষ্টি করবে তাদেরকে সকল সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হবে। এছাড়াও তিনি কখনও সরকারি চাকরি ও পাসপোর্ট তৈরির অনুমতি ও পাবেন না।


অর্থাৎ প্রশাসন এই নিয়মের দ্বারা স্পষ্ট করতে চেয়েছে যে, ভারতে থেকে ভারত বিরোধী কাজ করলে সকল সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে।
আরও পড়ুন : আবার জম্মু ও কাশ্মীরের আকাশে উড়তে দেখা গেল তিনটি রহস্যময় ড্রোনকে
প্রসঙ্গত, এর আগেও বহুবার কাশ্মীরের বিক্ষোভকারীদের সেনকে পাথর ছুঁড়তে দেখা গেছে। এই ঘটনা গুলি আটকাতেই এই নিয়ম চালু করেছে প্রশাসন।