দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : নিউটাউন পর্ন কান্ডে এবার ধৃত পর্ন ছবির নায়ক। অভিনেত্রী নন্দিতা গ্রেপ্তার হওয়ার পর বয়ান দিয়েছিলেন যে কোনো ভিডিও নয়, শুধু ছবি শ্যুট করা হত। তারপরেই দমদম থেকে গ্রেপ্তার করা হল পর্ন ছবির নায়ক স্নেহাশিস বল নামের যুবককে।
খবর, কর্মসুত্রে নন্দিতার সঙ্গে পরিচয় ছিল ঐ যুবকের। বেশ কিছু ধারাবাহিকেও ছোট চরিত্রে কাজ করেছে ঐ ধৃত। পরে অর্থের তাগিদে পর্ন ছবিতে কাজ শুরু করে। ধৃতের প্রতিবেশীদের কথায়, বেশ কিছুদিন ধরেই হঠাৎ ঐ যুবকের জীবনযাত্রায় বদল এসেছিল। ছোট বাড়ি থেকে ফ্ল্যাট কিনে ফেলে তার পরিবার।
দিন কয়েক আগে নিউটাউন থানায় দুই তরুণী অভিযোগ তুলেছিল, তাঁদেরকে মডেলিং ফটোশ্যুটের লোভ দেখিয়ে আপত্তিকর ছবি তোলা হয়েছিল। পরে সে ছবি পর্নসাইট শেয়ার করে দেওয়া হয়। অভিনেত্রী নন্দিতা সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারমধ্যে দু’জন ছবির পরিচালক এবং একজন চিত্রগ্রাহক।