দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এর আগেও একাধিক ব্যাঙ্ক জালিয়াতির সাক্ষী হয়েছে কলকাতার বহু ব্যবসায়ী। কিন্তু এবারের ঘটনায় তাজ্জব স্বয়ং তদন্তকারী দলও। এটিএম কার্ড নয়, অন্য কোন ব্যাঙ্ক
সংক্রান্ত তথ্যও নয়, বরং ই-সিমকার্ডের মাধ্যমে ৮৪ লক্ষ টাকা উধাও হল কলকাতার এক ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।
সল্ট লেকের বাসিন্দা শিবম আরোরা নামের ঐ ব্যবসায়ী জানান, মোট ৫ টি অপরিচিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর অজান্তেই মোট ৮৪ লক্ষ টাকা স্থানান্তরিত হয়েছে।
খবর, গত সোমবার ঐ ব্যবসায়ীয মোবাইলে কতগুলি মেসেজ আসে। ম্যাসেছে বলা হয়, “আপনি যদি আপনার মোবাইলের সিম নম্বর বদলাতে চান তাহলে জানান।” একই ম্যাসেজ বহুবার বার আসে শিবম বাবুর মোবাইলে। শিবম বাবুর বক্তব্য, সবকটি মেসেজে ‘নো’ অপশনে ক্লিক করলেও একটিতে ভুলবশত ‘ইয়েস’ করে দেন তিনি। আর তারপরেই ঘটে এই জালিয়াতি।
ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশে দ্বারস্ত হন শিবম বাবু। ঘটনার তদন্তে তাজ্জব পুলিশও। এরূপ জালিয়াতির নজির হয়তো প্রথমবার দেখল কলকাতা।