দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: টোকিও অলিম্পিকে ভারতীয় হকি দলের দুর্দান্ত পারফরমেন্স পর বড়ো ঘোষণা ভারত সরকারের। নাম বদল নিয়ে আগে বহু বার বিতর্কে জড়িয়েছে বিজেপি সরকার তথা কেন্দ্রীর সরকার। তবে কোনো শহর বা অঞ্চলের না পরিবর্তন হয়নি।


‘খেলরত্ন পুরস্কার’ থেকে নাম সরানো হল রাজীব গান্ধীর। তার বদলে এবার থেকে মেজর ধ্যানচাঁদের নামেই ডাকা হবে এই পু্রস্কারটিকে। ভারতীয় হকির এই সাফল্যের দিনে হকিকে ‘হকির যাদুকর’ ধ্যানচাঁদকে সম্মান জানাতেই এই পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ভারতীয় হকির ইতিহাসের ধ্যানচাঁদের অবদান কখনও ভোলা যায় না।
আরও পড়ুন : “আপনারা দেশের সবাইকে উদ্বুদ্ধ করেছেন,” পদক হাতছাড়া হওয়ার পর মহিলা হকি দলের উদ্দেশ্যে টুইট বার্তা শাহরুখের
আজ এই প্রসঙ্গে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “মেজর ধ্যানচাঁদের নামে খেলরত্ন পুরস্কারের নাম রাখার জন্য আমি সারা ভারতবর্ষের নাগরিকদের কাছ থেকে অনেক অনুরোধ পেয়ে ছিলাম। আমি তাদের মতামতের জন্য তাদের ধন্যবাদ জানাই। তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে খেলা রত্ন পুরস্কারকে এবার থেকে মেজর ধ্যানচাঁদ খেলা রত্ন পুরস্কার ডাকা হবে! জয় হিন্দ”