দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রায় দেড় মাস ধরেই জঙ্গিদের বিরুদ্ধে নানান অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। এমনকি নিকেশও করেছেন বহু জনপ্রিয় জঙ্গি নেতাকে।


কিন্তু এই পাক মদতে চলা জঙ্গি গোষ্ঠী গুলোর পিছনে স্থানীয় মদত আছে বলে জানা গেছে। স্থানীয় বহু মানুষের আর্থিক সহায়তায় আছে। তাই কাশ্মীরের শ্রীনগর ছাড়াও অনন্তনাগ, সোপিয়ান, পুলওয়ামা, কুলগাম, বদগাম, গান্ডেরওয়াল, বারামুলা, কুপওয়াড়া, বান্দিপোরা, ডোডা, রাজৌরি জেলায় তল্লাশি চালাচ্ছে NIA।
আজ সকালেই দিল্লি থেকে কাশ্মীরে এসেছে NIA অফিসাররা। ইতিমধ্যেই সে রাজ্যের ১৪টি জেলার ৪৫টি অঞ্চলে তল্লাশি চালিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তাদের দাবি জামাত-ই-ইসলামি নামের একটি নিষিদ্ধ সংগঠন এই ঘটনায় জড়িত আছে।