দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভিনেশ অলিম্পিকের প্রস্তুতির জন্য ভারত সরকার যে অর্থিক অনুদান দিয়েছিল তার অপব্যবহার করেছেন কোচ, এমন অভিযোগ উঠছে ভারতীয় কুস্তিগীরের হাঙ্গেরিয়ান কোচের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন স্বয়ং সর্বভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিং।
তিনি একটি সাংবাদিক মাধ্যমে জানান, ভিনেশ ফোগতেকে যে অর্থ দিয়েছেন সরকার তা তাঁর কোচ তার স্ত্রীর জন্য ব্যয় করছেন। তাঁর স্ত্রী হাঙ্গেরিয়ান কুস্তিগীর। ভিনেশ ২ বছর হাঙ্গেরিতে অনুশীলন করেন। সেই সময় ওয়ালার তাঁর স্ত্রী মারিয়ানা সাস্টিন ও ভিনেশকে এক সঙ্গে অনুশীলন করান।
বিষয়টি হল, ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত ভারত সরকার টার্গেট টু অলিম্পিক পোডিয়াম প্রকল্প থেকে মোট ১ কোটি ৩০ লক্ষ টাকা দিয়েছে ভিনেশের প্রস্তুতির জন্য। ভিনেশ টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন।
ডব্লিউএফআই সভাপতি বলেন, “ভিনেশ দু’বছর হাঙ্গেরিতে তার কোচের নির্দেশে অনুশীলন করে। ওর কোচ নিজের কোচিং পদ্ধতি নিয়ে আমাদের বোকা বানিয়েছে। ও নিজের কুস্তিগীর স্ত্রী মারিয়ানা সাস্টিনের সঙ্গে ভিনেশকে অনুশীলন করাতো। ওর স্ত্রী’ও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে। তবে প্রথম রাউন্ডেই বাদ পড়ে খেলা থেকে।
বিষয়টা এমন দেখা যাচ্ছে যে, নিজের স্ত্রী’র অনুশীলনের জন্য ভিনেশের কোচ টার্গেট টু অলিম্পিক পোডিয়াম প্রকল্প থেকে টাকা ব্যবহার করেছেন।”
লেখা: শাল্মলী ভট্টাচার্য