দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: তালিবানের তান্ডবে ক্রমশ আফগানিস্তানের অবসরে খুব খারাপ হয়ে উঠেছে। খুব শীঘ্রই রাজধানী কাবুলেও পৌঁছে যাবে তালিবানরা। ইতিমধ্যেই কাবুলের থেকে ৮০ কিমি অবস্থান তাদের। বিশেষজ্ঞদের মতে আগামী এক মাসের মধ্যেই পুরো দেশটাই দখল করে নিতে পারে এই জঙ্গি সংগঠন।


তার মধ্যেই আফগান প্রেসিডেন্ট আশরফ গনির দেশ ত্যাগ করা নিয়ে নয়া জল্পনা তৈরী হয়েছে। মনে করা হচ্ছে খুব শিগগিরই নিজের স্ত্রীও সন্তানদের নিয়ে দেশ ছাড়ে চলে যেতে পারেন।
যদিও আশরফ আফগান জনগকে আশ্বাস দিয়েছেন যে, “তিনি কখনও দেশে আশান্তি প্রতিষ্ঠা করতে দেবেন না। গত ২০ বছর ধরে এই দেশকে গড়ে তুলেছি। তাই এত সহজে সব কিছু ধ্বংস হতে দেবেন না।”