দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বরাবরই বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার্থে নানান প্রতিবাদ দেখিয়ে এসেছে বাংলা পক্ষ। এবার বিজেপির বাংলা ভাগের দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানাল বাংলা পক্ষ। এদিন আসানসোলে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করলেন বাংলা পক্ষের কর্মীরা। তাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক কৌশিক মাইতি, কেন্দ্রীয় কমিটির সদস্য করবী রায়, সম্রাট কর, জামুড়িয়া বিধানসভার সম্পাদক তারেক আহমেদ, রানীগঞ্জ বিধানসভার সম্পাদক দীপায়ন মুখার্জি ও আরও অনেকে।


তবে এদিন শুধু বাংলা ভাগের ইস্যু ছাড়াও পশ্চিম বর্ধমানে ফ্যাক্টরি গুলিতে বাঙালি যুবকদের চাকরি না পাওয়ার ইস্যুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তাদের অভিযোগ ঐ কারখানা গুলিতে চাকরি দেওয়া হচ্ছে ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা যুবকদের স্থানীয় বাঙালিদের সিভি ছিঁড়ে ফেলে দিচ্ছেন তাঁরা। কতৃপক্ষের এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলা পক্ষ।
আরও পড়ুন : তালিবানের তান্ডবে ঘর ছাড়া বহু আফগান নাগরিক, আপাতত বিভিন্ন দেশের শরনার্থী শিবিরেই ঠাঁই পেয়েছেন তাঁরা
বাংলা পক্ষের দাবি যতদিন না স্থানীয়দের চাকরি দেওয়া হচ্ছে তাঁরা এই প্রতিবাদ চালিয়ে যাবেন। অন্যদিকে বাংলা ভাগ কখনও হতে দেবেন না বলে জানিয়েছেন তাঁরা।