দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : করোনার দ্বিতীয় ঢেউ চলে যাওয়ার পর এখন দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গেছে। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন অক্টোবরের মধ্যেই তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে এদেশে। সেই সময় সংক্রমণের হার আরও বাড়বে বলে ধারণা বিশেষজ্ঞদের। তাই পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই প্রস্তুত হচ্ছে ভারত। তবে এই সব কিছুর মধ্যেই সুখবর আছে ভারতের জন্যে। গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন হল দেশের করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা। যদিও দৈনিক সংক্রমণের হার কিছুটা বেড়েছে। কিন্তু শতকরা হিসেবে যা ০.৯৮% হারে কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।


সরকারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মোট আক্রান্ত হয়েছেন শতকরা হিসেবে যা ২৫ হাজার ৪৬৭ জন। সোমবারের আগে সারা দেশে ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১ জন অ্যাকটিভ করোনা রোগী আছেন। অ্যাকটিভ কেসের সংখ্যা প্রায় অনেকটাই কমে গেছে। গতকাল সারা দেশে গতকাল সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩৩ হাজারের বেশি। এদিন ৩৯ হাজার ৪৮৬ জন সুস্থ হয়েছেন।
আরও পড়ুন : কাশ্মীরে ফের সংঘর্ষ বাঁধল সেনা ও জঙ্গিদের মধ্যে, অশান্তি এড়াতে বন্ধ রাখা হল ইন্টারনেট
এছাড়াও বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১৭ লক্ষ ২০ হাজার ১১২ জন মানুষ। তবে সামনেই আবার তৃতীয় ঢেউ আসতে চলেছে। তাই টিকাকরণের গতি বাড়াচ্ছে সরকার।