দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : দ্বিতীয় ঢেউ এর ভয়াবহ পরিণতির মানুষ এখন যথেষ্ট আতঙ্কে আছে তৃতীয় ঢেউ নিয়ে। এমনিতেই চিকিৎসকেরা জানিয়েছেন দ্বিতীয় ঢেউ-এর চেয়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে তৃতীয় ঢেউ আরম্ভ হলে। তাই টিকাকরণ প্রক্রিয়া আরও দ্রুত গতিতে চালানোর চেষ্টা করছে সরকার। তবে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা। তাই শিশুদের টিকাকরণ প্রক্রিয়া নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে চলতি বছরের মাস থেকেই ১২-১৭ বছর বয়সিদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয় যাবে।


অন্যদিকে আগামী বছরের মার্চ মাস থেকে শুরু হবে শিশুদের টিকাকরণ প্রক্রিয়া। বিশেষ করে যে শিশুদের জন্ম থেকেই কোনো সমস্যা বা অসুস্থ তাদেরকে আগে টিকা দেওয়া হবে। তবে যেহেতু দেশের ১২-১৭ বছর বয়সীদের জনসংখ্যা বেশি তাই তাদের চলতি বছর থেকেই টিকা দেওয়া শুরু করার কথা জানিয়েছেন।
আরও পড়ুন : মাসুদ বাহিনীর সাথে বৈঠক করেও ফল মিলল না, বরং তালিবানের বিরুদ্ধে লড়াই করতে তৈরি মাসুদের ন’হাজার সেনা
এই প্রসঙ্গে কেন্দ্রের কোভিড টিকা সংক্রান্ত কমিটির প্রধান এন কে অরোড়া বলেছেন, “আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে সুস্থ শিশুদের টিকাকরণ শুরু হয়ে যাবে।” এছাড়াও তিনি ১২-১৭ বছর বয়সীদের টিকাদান এবছর থেকেই শুরু হবে বলে জানিয়েছেন।