দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বর্তমান সময় সারা পৃথিবীর নজর এখন আফগানিস্তানের দিকে। বিশেষ করে আফগানিস্তান তালিবানের দখলে চলে যাওয়ার পরেই ভারতের জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। যদিও তালিবানরা ক্ষমতা দখল করেই কথা দিয়েছিলেন যে ভারতের কাশ্মীর সমস্যা নিয়ে কোনো প্রক্রিয়া দেবে না আফগানিস্তান। এবার একই বার্তা দিলেন আফগানিস্তানের সম্ভাব্য বিদেশমন্ত্রী শের মহম্মদ আব্বাস স্তানিকজাই। আজ একটি সাংবাদিক বৈঠকে তিনি এই বার্তা দিয়েছেন।


এই সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, “ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা তারাই মেটাবে। সেখানে আফগানিস্তান ঢুকবে না। আমাদের দেশের জমি অন্য কোনও দেশকে ব্যবহার করতে দেব না।” এছাড়াও তিনি ভারতের প্রশংসা করে বলেন, “ভারত আমাদের অনেক সাহায্য করেছে। আফগানিস্তানে অনেক উন্নয়ন করেছে তারা। সেগুলি আমাদের সম্পদ। আশা করছি, আগামী দিনেও আফগানিস্তানের উন্নয়নে সাহায্য করবে ভারত।” তবে শুধু ভারত নয় আফগানিস্তানের প্রতিবেশী সকল দেশের সাথেই মজবুত সম্পর্ক বানাবে তালিবান সরকার জানালেন আব্বাস।
আরও পড়ুন : তালিবানের কাছে প্রশিক্ষণ নিতে আফগানিস্তানে গেছিল বাংলাদেশ ও ভারতের ২১ জন যুবক, দাবি ভারতীয় গোয়েন্দাদের
প্রসঙ্গত, বর্তমানে আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী হতে পারেন শের মহম্মদ আব্বাস। এক সময় ভারতের সাথেই তার খুব ভালো সম্পর্ক ছিল। ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে মিলিটারি ট্রেনিং নিয়ে ছিলেন তিনি।