দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ত্রিপুরায় তৃণমূল নেতাকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে বার বার ত্রিপুরা সরকারের সমালোচনা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এবার আক্রান্ত তৃণমূল নেতাকে হাসপাতালে দেখতে গেলেন অভিষেক। এমনিতেও আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই দিনেই আক্রান্ত ঐ নেতাকে দেখতে এসএসকেএমে গেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। আজ বিকেলে ঐ আক্রান্ত নেতার সাথে কথাও বলেছেন তিনি।


এখন এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে শুভঙ্কর দেব নামের ঐ তৃণমূলের যুব নেতা। গত ২৮ শে আগস্ট ত্রিপুরায় তৃণমূলের একটি সভায় দুষ্কৃতীদের হামলায় আহত হয়েছিলেন শুভঙ্কর দেব। মাথায় গুরুতর চোট লাগে সেই কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই জন্যেই তাকে কোলকাতায় নিয়ে এসে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখন শুভঙ্করের অবস্থা যথেষ্ট স্থিতিশীল।
প্রসঙ্গত, ত্রিপুরার ভোটের আগে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে মরিয়া চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সেই কারণেই সেই রাজ্যের নিজেদের যুব নেতাদের পাঠিয়ে ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু ত্রিপুরায় বারবার দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন তাদের নেতারা।