দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বেশ কিছু দিন ধরেই দেশে করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পেতে শুরু করেছিল। তাও তুলনায় রাজ্যের সংক্রমণের হার অনেক কম ছিল। কিন্তু গতকাল এবার ফের বাড়ল এরাজ্যের করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় মোট আক্রান্ত হয়েছেন ৬৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। করোনায় মৃতের সংখ্যাও হঠাৎ করে বেড়েছে এরাজ্যে। তবে এখন রাজ্যের মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩৪ জনে।


এখন বাংলায় সংক্রমণ সবচেয়ে বেশি কোলকাতায়। এই জেলায় একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১২২ জন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা জেলা। যেখানে ১০২ জন আক্রান্ত এবং ৩ জনের মৃত্যু হয়েছে একদিনে। এছাড়াও একদিনে করোনায় আক্রান্ত হয়েছে পূর্ব মেদিনীপুরে ৪১ জন, দার্জিলিংয়ে ৪১ জন, হাওড়ায় ৫৪ জন, হুগলিতে ৪৭ জন, নদীয়ায় ৪৮ জন। সুতরাং এই মুহূর্তে সংক্রমণের দিক থেকে উত্তরবঙ্গের চেয়ে এগিয়ে আছে দক্ষিণবঙ্গের রাজ্য গুলি।
কিন্তু এই মুহূর্তে বাংলায় সংক্রমণ দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেটাই কম। রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সংখ্যা রয়েছে কেরলে। এরপরেই মহারাষ্ট্রের স্থান। গত ২৪ ঘন্টায় সারা দেশে মোট আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯২ জন। তবে ভালো খবর হচ্ছে কেন্দ্র টিকার পরিমাণ বাড়ানোয় রাজ্য গুলিতে আরও বেশি মানুষকে এই টিকা দান করা যাচ্ছে।