দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আফগানিস্তান দখলের পরেই আবার ইসলামিক শাসন প্রতিষ্ঠা করেছে তালিবান। কিন্তু তাদের দাবি এখন থেকে দেশের মহিলারও কাজ করতে পারবে বাড়ির বাইরে। এমনকি ভারতের প্রশংসাও করেছেন তাঁরা। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছে তালিবান। এই জঙ্গি সংগঠনের এই আচরণ দেখে অবাক হয়েছে গোটা বিশ্বের মানুষ। তবে ভারতের প্রশংসা করলেও তাঁরা এবার কড়া বার্তা দিয়েছে ভারত সরকারকে। এবার পাকিস্তানের মদতে পুষ্ট হিজেব-ই-ইসলামি গেরিলা গোষ্ঠীর প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার ভারতকে সতর্ক করলেন আফগানিস্তান বিরোধী কাজে মদত দেওয়ার ক্ষেত্রে।


তিনি বলেছেন, “পরবর্তী আফগান সরকার বিরোধী নেতাদের ভারত যদি রাজনৈতিক আশ্রয় দেয় এবং সেই সব নেতা যদি ভারতের মাটিকে থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তবে তালিবানও কিন্তু পাল্টা জবাব দেবে।” এছাড়াও তিনি ভারতের অতীতে সোভিয়েত রাশিয়া ও বর্তমানে আমেরিকাকে সমর্থন করার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, “আফগানিস্তানে সাবেক সোভিয়েত আর আমেরিকার আগ্রাসনকে ভারত বরাবর সমর্থন করে এসেছে। এই কাবুল-নীতি এ বার বদলানো উচিত ভারতের। দীর্ঘ চার দশকের এই ভুল শুধরে গোটা পরিস্থিতি নতুন করে বিবেচনা করুক নয়াদিল্লি।”
আরও পড়ুন : “এটি দেবী দুর্গার অপমান,” মমতার আদলে দূর্গা মূর্তি গড়া নিয়ে এবার সমালোচনার সুর তুলল বিজেপি নেতারা
প্রসঙ্গত, আফগানিস্তানের রাজনীতিতে কাবুলের কসাই’ নামেই পরিচিত হেকমতিয়ার। একসময় ৯/১১ হামলায় নাম জড়িয়ে ছিল এই নেতার। কিন্তু তারপর মার্কিন বাহিনী আফগানিস্তান আসার পর পাকিস্তানে পালিয়ে যান গুলবুদ্দিন হেকমতিয়ার। তবে এখন আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠা হওয়ার পর আবার আফগানিস্তানে এসেছেন তিনি।