দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ রাণীনগরে কংগ্রেস কর্মীদের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে গত বৃহস্পতিবার রাতে। রাণীনগরের কংগ্রেস কর্মী কেদার বক্স ও গুরুমন্ডল এর সঙ্গে দেখা করতে এসেছিলেন অধীর চৌধুরী।
আরও পড়ুন: https://thecalcuttamirror.com/daily-news/50917/
তবে জানা যাচ্ছে কর্মীদের সঙ্গে দেখা করতে আসলে বাধা দেওয়া হয় অধীর চৌধুরী কে গোধনপাড়ায় তার গাড়ি পৌঁছালে গাড়ি আটকে কালোপতাকা দেখিয়েছে, ‘গো ব্যাক’ স্লোগান দেয়া হয়। তারা এই ঘটনায় অভিযোগ করে বলেছেন, এটি তৃণমূল কর্মী সমর্থকদের কাজ। যদিও তৃণমূল কংগ্রেস দায় স্বীকার করেনি। তারা বলেছে এটি স্থানীয়দের বিক্ষোভ।


যদিও পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন রাণীনগর পুলিশ থানার বিশাল বাহিনী। জেলা পুলিশ সুপার ‘কে সাবেরী রাজকুমার’ জানান, “আগে থেকে আমাদের কে জানানো হয়নি। অল্প সময়ের মধ্যে জানতে পেরে, পুলিশি ব্যবস্থা করা হয়েছিল। আমরা সমস্ত দিক খতিয়ে দেখে দেখছি।” যদিও পুলিশ পাহারায় শেষ পর্যন্ত অধীর বাবু ওই কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করতে পেরেছেন।
লেখা – তানিয়া তুস সাবা