দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অপেক্ষার অবসান। উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ভবানীপুর সহ, মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে আগামী ৩০ শে সেপ্টেম্বর ভোট হবে এবং ৩ রা অক্টোবর ফলাফল ঘোষণা হবে। তবে উপনির্বাচনের তিন কেন্দ্রের মধ্যে, ভবানীপুর কেন্দ্রের নির্বাচন নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কারণ ওই কেন্দ্রের তৃণমূল-কংগ্রেস প্রার্থী হতে চলেছেন, খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু ওই কেন্দ্রে মুখ্যমন্ত্রীর মত হেভিওয়েট প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে বিজেপি শিবির কার নাম ঘোষণা করবে, সেটা নিয়ে ভাবছে গোটা রাজ্যবাসী। তবে একুশের বিধানসভা ভোটে ওই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, বিজেপি শিবির যদি আবার তাকেই মনোনীত করে, তবে আবারও তিনি ওই কেন্দ্রের প্রার্থী হতে রাজি আছেন।


তিনি এর কারণ হিসেবে বলেছেন, যখন প্রার্থী হিসেবে লড়বো তখন বিপক্ষ শিবিরের প্রার্থী যেই হোক না কেন, খোদ মুখ্যমন্ত্রী হলেও; তার কাছে তিনি একজন তৃণমূল প্রার্থী মাত্র। এবং লড়াইয়ের ময়দানে তিনি কতটা আত্মবিশ্বাসী, তা বোঝাতে গিয়ে বলেছেন- “আত্মবিশ্বাস আগেরবারও ছিল। এবারও তার অভাব হবে না। গতবার আমার ও বিজয়ী প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় এর ভোটের তফাৎ এমন কিছু বেশি ছিল না।”
আরও পড়ুন: https://thecalcuttamirror.com/daily-news/50966/
প্রসঙ্গত, তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ ২৮ হাজার ভোটে পরাজিত হয়ে ছিলেন ওই কেন্দ্রে। এখন অপেক্ষা গেরুয়া নেতৃত্ব কাকে প্রার্থী হিসেবে মনোনীত করছেন ওই কেন্দ্রে।
লেখা – তানিয়া তুস সাবা