দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : একুশের নির্বাচনে এরাজ্যে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে প্রধান বিরোধী দল হিসেবে লড়ে ছিল বিজেপি। কিন্তু সেই সময় নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারী ও তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের উপর নজর ছিল সারা বাংলার। দুই মহারথীদের লড়াইয়ে মাঝে অন্য কোনো প্রার্থীর উপর নজর ছিল না বাংলার জনগনের। কিন্তু নির্বাচনে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন বিজেপির শুভেন্দু অধিকারীকে। সেই বার হারতে হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।


সেই কারণেই এবার উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়তে চলেছেন তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সবার ধারণা ছিল এই কেন্দ্রেও বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন শুভেন্দু। কিন্তু এই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “একই লোক বারবার তাঁকে কেন হারাবে? এবারে অন্য কেউ হারাবে।” সুতরাং দিলীপ ঘোষের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে শুভেন্দু ঐ কেন্দ্র থেকে লড়বেন না।
আরও পড়ুন : তৃণমূলের পর এবার বামফ্রন্ট কর্মীরা আক্রান্ত হলেন ত্রিপুরায়, অভিযোগের তীর সেই বিজেপির দিকেই
প্রসঙ্গত, নন্দীগ্ৰামের নির্বাচনে হারার পরেও বাংলার মুখ্যমন্ত্রীর পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিয়ম অনুযায়ী নির্বাচনের ফল বেরোনোর ছয় মাসের মধ্যেই উপনির্বাচনে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে। তাহলেই নিজের পদ ধরে রাখতে পারবেন তিনি। সেই জন্য উপনির্বাচনে জিততে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল।