দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বাংলার শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নাম কয়েলা কান্ডে নাম জড়িয়ে ছিল। সেই কারণেই গত সোমবার দিল্লিতে ইডির দফতরে হাজির হয়েছিলেন অভিষেক। সেখানে প্রায় ৮ ঘন্টা ধরে জেরা করা হয়েছিল তাকে। অভিষেকের পর এবার দিল্লি পৌঁছলেন রাজ্যর প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। আজ দিল্লিতে নীতিন গড়কড়ির সাথে বৈঠক করেছেন তিনি।


জানা গেছে নন্দীগ্রাম নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বিশেষ করে নন্দীগ্রামের সড়ক ও অন্যান্য উন্নয়নশীল কর্মসূচি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। শুভেন্দু টুইট করে এই বৈঠক কথা জানিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, “নীতিন গড়কড়ি সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমি তাঁকে নন্দীগ্রাম-হলদিয়া উড়ালপুল ও ৩৪ নম্বর জাতীয় সড়কের অগ্রগতি নিয়ে অনুরোধ করেছি। তিনি আমাকে নিশ্চিত করেছেন, এই বিষয়ে পূর্ণ সহযোগিতার।”
তবে শুধু শুভেন্দু নয় বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ও এক সাথে দিল্লি সফরে এসেছেন। সেখানে আজ রাজ্যপালে সঙ্গে বৈঠক করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। আসলে বাংলার উপনির্বাচনের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য দিল্লিতে তলব করা হয়েছে বাংলার প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে।