দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিজ্ঞানের জগতে সব সময় ভারতীয়রা যথেষ্ট নাম করেছেন। সেটা আজ থেকে নয়, ভারতে বিজ্ঞানের অগ্ৰগতি প্রাচীন কাল থেকেই শুরু হয়েছে। এখনও শুধু মাত্র বিজ্ঞানের জন্য দেশ বিদেশে ভারতীয়দের যথেষ্ট জনপ্রিয়তা। সম্প্রতি বিজ্ঞানের সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হল এক ভারতীয় বিজ্ঞানীকে। বিজ্ঞানের অস্কার নামে পরিচিত ‘ব্রেকথ্রু পুরস্কার’ পেলেন ব্রিটেনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী স্যর শঙ্কর বালসুব্রহ্মণ্যমকে।
ডিএনএ-এর জটিল রহস্য খুব তাড়াতাড়ি সমাধান করার পদ্ধতি উদ্ভাবন করেছেন তিনি। যা আগে সম্ভব ছিল না। তার এই কাজের জন্যেই তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে তাকে। বর্তমানে এই পুরস্কারের মূল্য নোবেলের পুরস্কারের চেয়েও বেশি।
ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ, রুশ বিজ্ঞানী ধনকুবের ইউরি মিলনার ও সের্গেই ব্রিনরা এই পুরস্কারের অর্থদান করেন। এই পুরস্কারের সাথে স্যর শঙ্কর বালসুব্রহ্মণ্যমকে এ বছর দেওয়া হল ৩০ লক্ষ ডলার পুরস্কার মূ্ল্য হিসেবে। ভারতীয় হিসেবে তিনি প্রথম যিনি এই পুরস্কার জিতলেন।