দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সবেমাত্র নাম ঘোষণা হয়েছে, এরইমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এবার ভবানীপুরে বিজেপির হয়ে ভোটে লড়বেন হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। যদিও এই জল্পনা নিয়ে কেউ মুখ খুলতে নারাজ গেরুয়া শিবিরের কেউ।
প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুংকার দিয়ে বললেন,’ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমি আদালতে নিয়ে গিয়েছি। আদালতে নিয়ে গিয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় ভুল প্রমাণিত করেছি মুখ্যমন্ত্রী কে। এই ভবানীপুর এই জন্মেছি আমি।এটা আমার” নানী বাড়ি” এলাকা, প্রতিটা রাস্তা আমার চেনা। এখানেই তাঁকে দ্বিতীয়বার চ্যালেঞ্জ করব আমি’।
প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এই নির্বাচনে সাধারণ মানুষকে তার পাশে চেয়েছেন। তিনি বলেন,’মানুষের পালস বুঝি আমি। নিজের ইচ্ছামত ভোট দিতে দিলেই, মানুষের ভোটে আমি জিতব।মানুষ যখন ঘর ছাড়া হচ্ছে, মেয়েরা ধর্ষিতা হচ্ছে তখনও তিনি চুপ করে রয়েছেন। জোর করে মানুষকে তাঁদের বাড়ি থেকে টেনে বের করে আনছেন মুখ্যমন্ত্রী। আমি সেই সমস্ত মানুষকে সুস্থভাবে ঘরে ফেরাতে আওয়াজ তুলেছি ‘।
উল্লেখ্য,২০১৪ সালের আগস্টে বিজেপিতে যোগ দিয়েই ২০১৫-র কলকাতা পৌরসভা নির্বাচনে ৪৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কিন্তু সেখানে নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। এরপর আবারও ২০২০ সালের আগস্টে দলের গুরুদায়িত্ব হাতে পেয়ে যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি প্রিয়াঙ্কা এন্টালিতে গত বিধানসভায় তৃণমূলের কাছে প্রায় ৫৯ হাজার ভোটে আবারও পরাজিত হন।
দু-দুবার পরাজিত হলেও হেরে যান নি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এই প্রিয়াঙ্কার ওপরই সকল আশা ভরসা নির্ভর করছে রাজ্য গেরুয়া শিবিরের তথা বিজেপির। আর এই প্রিয়াঙ্কাই ‘ ভোট-পরবর্তী হিংসা ‘ মামলায় বিজেপির প্রধান মুখ হিসেবে কলকাতা হাইকোর্টে লড়াই করেছিলেন।