দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আগামী বছরেই উত্তরপ্রদেশের ভোট। তার আগে ভোটের প্রচারে তোড়জোড় শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এখন বিজেপির মূল লক্ষ্য হচ্ছে উত্তরপ্রদেশের নির্বাচন জেতা। সেই জন্যেই বিভিন্ন যোগীর ছবি দিয়ে বিজ্ঞাপন লাগানো হয়েছে সারা রাজ্যে। কিন্তু এই বিজ্ঞাপন নিয়েই আবার বিতর্ক তৈরি হয়েছে। এই বিজ্ঞাপনের হোডিংটিতে যোগীর ছবির ঠিক নীচেই বাংলার ‘মা’ উড়ালপুলের ছবি দেখা যাচ্ছে।
এই বিজ্ঞাপনের হোডিংটি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। উত্তরপ্রদেশের উন্নয়ন দেখাতে গিয়ে বাংলার উন্নয়নকে তুলে ধরেছে গেরুয়া শিবির। বিজ্ঞাপনটি সবার চোখে পড়ার পরেই তৃণমূলের নেতাকর্মীরা সমালোচনায় সরব হয়েছেন বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেন, “বাংলার উন্নয়নের ছবিতেই ভরসা করছে বিজেপি-র সরকার। বিজেপি-র ‘ডবল ইঞ্জিন মডেল’ ব্যর্থ হয়েছে।”
এছাড়াও ঘটনার সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। যেখানে তিনি বলেছেন, “এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল। সমস্ত সরকার তাঁদের কাজকর্মের প্রচার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একি! উত্তরপ্রদেশের উন্নয়নের বিজ্ঞাপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার ছবি? হ্যাঁ! পেপারের একদম নিচে zoom করে দেখুন, নীল সাদা ফ্লাইওভার এবং কলকাতার হাইরাইজ বিল্ডিং.. অর্থ্যাৎ, অনুন্নয়নের পাথরে চাপা পড়া ইউপিতে উন্নয়নের ছবি নেই। তাই দিদির উন্নয়নের ছবিকে বদলে যাওয়া উত্তরপ্রদেশ বলে চালাতে হচ্ছে বিজেপিকে। একজন বাঙালি ও বাংলার মানুষ হিসেবের এর চাইতে গর্বের আর কি হতে পারে?”