দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হওয়া নিম্নচাপ গভীর থেকে গভীরতর হচ্ছে যার ফলে গোটা বাংলা জুড়ে অবিরত বৃষ্টিপাত হয়ে চলেছে। গত সোমবার এর পাশাপাশি আজ মঙ্গলবারও সারাদিন ধরেই মুষলধারে বৃষ্টিপাত হবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জুড়ে। পাশাপাশি ঘণ্টায় ৭০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।এখনই রেহাই মিলছে না বৃষ্টির হাত থেকে, সারা সপ্তাহ ধরেই চলবে বৃষ্টিপাত।জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বাংলার দক্ষিণের বেশ কিছু জায়গা – কলকাতা, উত্তর ২৪ পরগণা, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং পুরুলিয়ায় বজ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে উত্তরাংশে তেমন ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে।


আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০° সেলসিয়াসের আশেপাশে, এবং সর্বনিম্ন থাকবে ২৭° সেলসিয়াস। ৭৮% আকাশ ঢাকা থাকবে মেঘে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৫% , বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র যাত্রায় সতর্কতা জারি করা হয়েছে।গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন:“৫০ বছর কেউ তৃণমূলের বিরুদ্ধে কোনও প্রার্থী দিতে পারবেন না। যদি কেউ নির্লজ্জ হয়, তাহলে প্রার্থী দেবে।” ভবানীপুর উপনির্বাচন প্রসঙ্গে বলেন মদন মিত্র
আগামীকালের আবহাওয়া ও একই রকম থাকবে বলে ইঙ্গিত মিলছে। তবে তাপমাত্রা আরো কমতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
লেখা – তানিয়া তুস সাবা