দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:
চন্দ্রের স্থায়ীভাবে অন্ধকার যে অংশ, যে অংশে সূর্যের আলো পৌঁছয় না একেবারেই, সেই অংশে জল ও বরফ দুইয়েরই সন্ধান পেল চন্দ্রায়ণ-২।
ইসরোর দেওয়া তথ্য অনুসারে চাঁদের এই পৃষ্ঠে বিভিন্ন অনুপাতে জল ও বরফ মিশে রয়েছে। ড্যুয়াল ফ্রিকোয়েন্সি সিন্থেটিক অ্যাপার্চার রেডার বা ডিএফএসএআর দিয়ে এই পর্যবেক্ষণ চালানো হয়। পিয়ারি খাত, এদিকে দক্ষিণ মেরু চাঁদের এই দুই অংশে সূর্যের আলো পৌঁছয় না।
আরও পড়ুন: সূর্যের আভ্যন্তরীন কাজের ধরণের হদিশ দিলেন ভারতীয় বিজ্ঞানীরা
গত দুই বিলিয়ন বছরে চাঁদের এই অংশে সূর্যরশ্মি এসে পৌঁছয়নি। আর এই অংশটি পুরোপুরী অন্ধকার থাকে, কারণ চাঁদ পৃথিবীর মত মৃদু হেলে থাকে না। নিজের অক্ষের ওপর সোজা ভাবে দাঁড়িয়ে থাকে।
এমন নয় যে চাঁদের এই দুই অঞ্চলে যে বরফ পাওয়া গেছে তা পৃথিবীর পৃষ্ঠে পাওয়া বরফের মত নিরবচ্ছিন্ন, আর পরিষ্কার। চাঁদে পাওয়া বরফে মিশে রয়েছে চাঁদেরই উপরের অংশের মাটি। ইসরো জানিয়েছে চাঁদে পাওয়া যাওয়া জলে কার্বন-ডাই-অক্সাইড, হাইড্রোকার্বন, অ্যামোনিয়া এবং সালফার মিশ্রিত পদার্থও রয়েছে। তবে চন্দ্রপৃষ্ঠে অন্তত দুই থেকে তিন মিটার গভীরতার মধ্যে বিশুদ্ধ জলের মোটা আস্তরণ কোনো ভাবেই নেই।