দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এয়ার ইন্ডিয়া কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করল টাটা গোষ্ঠী। সম্প্রতি এয়ার ইন্ডিয়া কিনতে চেয়ে দরপত্র জমা দিয়েছে টাটা গোষ্ঠী। ঋণে ডোবা সরকারি এয়ারলাইন কম্পানি এয়ার ইন্ডিয়ার বিক্রির প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে। এই এয়ারলাইন কে কেনার দৌড়ে অনেক কোম্পানিই রয়েছে, তবে টাটা সবথেকে বড় দাবিদার এবং সবার থেকে এগিয়ে রয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এই বছর শেষের আগেই টাটার হাতে তৃতীয় এয়ারলাইনের চাবি চলে আসবে। বর্তমানে টাটার কাছে এয়ার এশিয়া আর ভিস্তারার দায়িত্ব রয়েছে।
ভিস্টারা এয়ারলাইনস টাটা সন্স প্রাইভেট লিমিটেড আর সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড এর জয়েন্ট ভেঞ্চার। টাটার এতে অংশীদারি রয়েছে ৫১ শতাংশ। আর সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৪৯ শতাংশ রয়েছে। কোম্পানি টাটা এস আই এ এয়ারলাইন্স লিমিটেড নামে রেজিস্টার রয়েছে।
২০১৩ সালে মালয়েশিয়া এয়ারলাইন্স কোম্পানি বেরহাদ ও টাটা সন্স মিলে এয়ার এশিয়ার শুরু করেছিল। পরবর্তীকালে বেরহাদ নিজেদের ৩২.৬৭ শতাংশ শেয়ার টাটার কাছে বিক্রি করে দিয়েছিল। এরপর টাটার শেয়ার বেড়ে দাঁড়ায় ৮৩.৬৭ শতাংশ।
এয়ার ইন্ডিয়া এখনো সরকারের দখলে থাকলে প্রায় ৭০ বছর আগে এই এয়ারলাইনের শুভ আরম্ভ জামসেদজী টাটা করেছিলেন।উনি ১৯৩২ সালে টাটা এয়ার সার্ভিস শুরু করেছিলেন। যা পরে টাটা এয়ারলাইন্স হয়ে যায়,আর ২৯ জুলাই১৯৪৬ সালে তা পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যায়।এরপর ১৯৫৩ সালে সরকার টাটা এয়ারলাইন্স অধিগ্রহণ করে। আর এবার প্রায়৭০ বছর পর টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়া কেনার আগ্রহ দেখাচ্ছে। টাটা যদি সত্যিই এয়ার ইন্ডিয়ার মালিকানা পায়, তাহলে সেটা ঐতিহাসিক বিষয় হবে।