দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
পেনশনের সঙ্গে যুক্ত কাজ সহজেই করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে৷ SBI-র তরফে ট্যুইট করে জানানো হয়েছে। পেনশন ভোগীদের জন্য একটি বিশেষ ওয়েবসাইট নিয়ে এল SBI৷ সিনিয়র সিটিজেনরা ওয়েবসাইটে গিয়ে সহজেই পেনশন সংক্রান্ত তথ্য জানতে পারবেন সহজে। প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করাতে হবে৷ লগইন করে নিজের দরকার মতো ব্যবহার করতে পারবেন৷
ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীরা এরিয়ার ক্যালকুলেশন সিট ডাউনলোড করতে পারবেন৷ এর পাশাপাশি পেনশন স্লপি ও ফর্ম ১৬ও ডাউনলোড করতে পারবেন। পেনশন প্রোফাইল, ইনভেস্টমেন্টের তথ্য, লাইফ সার্টিফিকেটের স্টেট্যাসও এর মাধ্যমে জানতে পারবেন। ব্যাঙ্কে করা ট্রানজাকশনের তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যেতে পারে ৷
যখনই আপনার অ্যাকাউন্টে পেনশন আসবে তার মেসেজ আপনার ফোন নম্বরে চলে আসবে। লাইফ সার্টিফিকেটের সুবিধার পাশাপাশি পেনশন স্লিপ মেলের মাধ্যমে পেয়ে যাবেন। যেকোনও ব্রাঞ্চে আপনি আপনার লাইফ সার্টিফিকেট সাবমিট করতে পারবেন৷
এই ওয়েবসাইটে অপারেট করার সময় কোনও সমস্যা হলে তার স্ক্রিনশট তুলে [email protected] ইমেল করে অভিযোগ জানাতে পারবেন ৷