এই মুহূর্ত এ টলিউড গায়িকাদের মধ্যে প্রথম সারিতেই আসে ইমন চক্রবর্তীর নাম। রবি ঠাকুরের গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন ইমন। একইসঙ্গে আধুনিক গানেও তাঁকে পছন্দ করতেন দর্শক। প্রাক্তন ছবির গানের হাত ধরেই বিখ্যাত হয়েছেন ইমন চক্রবর্তী। এমনকি তাঁর ঝুলিতে জাতীয় পুরস্কার ও আছে। তবে তার এই কেরিয়ার বেশি দিনের নয়, কিন্তু এর মধ্যেই তিনি গেয়ে ফেলেছেন বহু গান, করে ফেলেছেন বহু অ্যালবাম।
তার মধ্যে নিজস্ব কিছু অ্যালবাম ও আছে। এছাড়া কিছুদিন আগে তিনি বিখ্যাত ইউটিউবারের স্বীকৃতি পেয়েছেন। তবে গতকাল গিয়েছে ইমনের জন্মদিন। আর এই বছরের তাঁর এই জন্মদিন সবদিক থেকেই স্পেশাল কেননা, বিয়ের পর প্রথম জন্মদিন বলে কথা। তাই পরশু মধ্যরাতেই স্বামীর থেকে বার্থডে সারপ্রাইজ পেয়ে গিয়েছিলেন তিনি।
তবে জন্মদিনের ভিডিও পোস্ট করার আগে ইমন চক্রবর্তী আরো একটি ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে সেই ভিডিওটি তাঁর বাবার সঙ্গে করা। ভিডিওটি পোস্ট করে ক্যাপশন এ ইমন লেখেন,’ বাবাi আমার অনুপ্রেরণা। সব সময়ের জন্য। নিজে ফুটবল খেলতেন। অ্যাথলেট ছিলেন। হার্ডকোর ট্রেনার। এই দুনিয়ার সেরা বাবা…….’।
অবশ্য সকল বাবার কাছেই মেয়েরা হয় অমূল্য রতন। সব সময় একটা মিষ্টি বন্ধন থাকে তাদের মধ্যে। বেশিরভাগ মেয়ের জীবনেই তাঁদের বাবা হল প্রথম হিরো। তাই স্বামীও চায় সে বাবার ই মতন।
যদিও এই ভিডিওতে দেখা যাচ্ছে, যে ইমন শরীর চর্চা করছেন এবং তাঁর বাবা তাকে শরীরচর্চা করতে সাহায্য করছেন। সোশ্যাল মিডিয়ায় ইমন ভীষণ ই অ্যাক্টিভ, তা বলতে বাকি থাকেনা। তাঁর জীবনের সবকিছু আপডেট তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সত্য মুক্তি পাওয়া ইমনের গান ‘ জগত সাজে বৃন্দাবন ‘, যা তিনি ফেসবুকে শেয়ার করে লিখেছিলেন,’ নতুন গান, কীর্তন। প্রথমবার গাওয়ার চেষ্টা করেছি ‘।