30 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    ‘বাবাই আমার অনুপ্রেরণা ‘ , ইমনের বাবা স্বয়ং শরীরচর্চায় মেয়েকে সাহায্য করছেন,জানুন বিশদে।

    এই মুহূর্ত এ টলিউড গায়িকাদের মধ্যে প্রথম সারিতেই আসে ইমন চক্রবর্তীর নাম। রবি ঠাকুরের গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন ইমন। একইসঙ্গে আধুনিক গানেও তাঁকে পছন্দ করতেন দর্শক। প্রাক্তন ছবির গানের হাত ধরেই বিখ্যাত হয়েছেন ইমন চক্রবর্তী। এমনকি তাঁর ঝুলিতে জাতীয় পুরস্কার ও আছে। তবে তার এই কেরিয়ার বেশি দিনের নয়, কিন্তু এর মধ্যেই তিনি গেয়ে ফেলেছেন বহু গান, করে ফেলেছেন বহু অ্যালবাম।

    তার মধ্যে নিজস্ব কিছু অ্যালবাম ও আছে। এছাড়া কিছুদিন আগে তিনি বিখ্যাত ইউটিউবারের স্বীকৃতি পেয়েছেন। তবে গতকাল গিয়েছে ইমনের জন্মদিন। আর এই বছরের তাঁর এই জন্মদিন সবদিক থেকেই স্পেশাল কেননা, বিয়ের পর প্রথম জন্মদিন বলে কথা। তাই পরশু মধ্যরাতেই স্বামীর থেকে বার্থডে সারপ্রাইজ পেয়ে গিয়েছিলেন তিনি।

    তবে জন্মদিনের ভিডিও পোস্ট করার আগে ইমন চক্রবর্তী আরো একটি ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে সেই ভিডিওটি তাঁর বাবার সঙ্গে করা। ভিডিওটি পোস্ট করে ক্যাপশন এ ইমন লেখেন,’ বাবাi আমার অনুপ্রেরণা। সব সময়ের জন্য। নিজে ফুটবল খেলতেন। অ্যাথলেট ছিলেন। হার্ডকোর ট্রেনার। এই দুনিয়ার সেরা বাবা…….’।

    অবশ্য সকল বাবার কাছেই মেয়েরা হয় অমূল্য রতন। সব সময় একটা মিষ্টি বন্ধন থাকে তাদের মধ্যে। বেশিরভাগ মেয়ের জীবনেই তাঁদের বাবা হল প্রথম হিরো। তাই স্বামীও চায় সে বাবার ই মতন।

    যদিও এই ভিডিওতে দেখা যাচ্ছে, যে ইমন শরীর চর্চা করছেন এবং তাঁর বাবা তাকে শরীরচর্চা করতে সাহায্য করছেন। সোশ্যাল মিডিয়ায় ইমন ভীষণ ই অ্যাক্টিভ, তা বলতে বাকি থাকেনা। তাঁর জীবনের সবকিছু আপডেট তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সত্য মুক্তি পাওয়া ইমনের গান ‘ জগত সাজে বৃন্দাবন ‘, যা তিনি ফেসবুকে শেয়ার করে লিখেছিলেন,’ নতুন গান, কীর্তন। প্রথমবার গাওয়ার চেষ্টা করেছি ‘।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...