দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : কয়েক মাস আগেই দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পরেছিল এদেশে। তখন ব্যাপক ভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এখন করোনা সংক্রমণের হার কমলেও বাড়ছে অন্য এক জ্বরের প্রকোপ। এরাজ্যে এখন আতঙ্কের কারণ হয় দাঁড়িয়েছে এই অজানা জ্বর। রাজ্যে একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে এই জ্বরে আক্রান্ত হয়ে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও এক শিশুর।
গতকাল রাতে মালদহে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। মানিকচকের বাসিন্দা ঐ শিশুকে জ্বর ও শ্বাসকষ্টের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটির বয়স ছিল মাত্র ৬ মাস। এই নিয়ে এক সপ্তাহে সাত জন শিশুর মৃত্যু হল এই জ্বরে আক্রান্ত হয়ে।
আরও পড়ুন : দেশে করোনা সংক্রমণের গ্ৰাফ আবার নিম্নমুখী, কমছে সক্রিয় রোগীর সংখ্যাও
এখনও আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে বহু শিশু। ক্রমশ আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেই কারণে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বেড সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও হাসপাতালে শিশুদের চিকিৎসায় যাতে গাফিলতি না হয় সেই জন্যেই শিশু চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে।