দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বেশ কিছু দিন ধরেই আবার করোনা সংক্রমণ কমতে শুরু করেছে এদেশে। বিশেষ করে করোনা টিকাকরণের গতি বৃদ্ধি হওয়ার পর থেকেই সংক্রমণ কমতে শুরু করেছে এদেশে। সরকারের এই পদক্ষেপ সত্যিই কার্যকরী প্রমাণ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯৬৪ জন। ধীরে ধীরে সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে।
গত ২৪ ঘন্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন মোট ৩৪ হাজার ১৬৭ জন। এখন দেশে মোট অ্যাকটিভ রোগী আছেন ৩ লক্ষ ১ হাজার ৯৮৯ জন। এছাড়াও এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ২৭ লক্ষ ৮৩ হাজার ৭৪১ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮৩ জন। অন্যদিকে এখনও পর্যন্ত এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৪৫ হাজার ৭৬৮ জনের।
আরও পড়ুন : বিজেপির সভাপতির পদে বসেই ‘গরু দুধে সোনা পাওয়ার’ তত্ত্বকে সঠিক বলে দাবি করলেন সুকান্ত মজুমদার
কিন্তু দেশের অন্যান্য রাজ্যে সংক্রমণ কম থাকলেও মহারাষ্ট্র ও কেরলের অবস্থা এখনও পরিবর্তন হয়নি। দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও বেশি আছে এই দুই রাজ্যে। তবে টিকাকরণের গতি বৃদ্ধি ফলে দেশে সংক্রমণের হার ও মৃত্যুর হার অনেকটাই কমে গেছে। সরকারের লক্ষ্য অনুযায়ী এই বছরের মধ্যেই দেশের সকল নাগরিকের টিকাকরণ সম্পূর্ণ করানো হবে। আর এই টিকাকরণ সম্পূর্ণ হলেই করোনা মুক্ত হবে ভারত।