দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গ তথা রাজধানী শহর কোলকাতায় টানা বৃষ্টি পাত শুরু হয়েছিল। যার ফলে কোলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই জল জমে যায়। বহু ধরে শহরের বহু জায়গায় জল জমে থাকার ফলে সমস্যায় পড়তে হয়েছিল রাজ্যের সাধারণ মানুষকে। জল জমে থাকার ফলে এলাকা গুলিতে বহুদিন ধরে বন্ধ রাখা হয়েছিল দোকানপাট ও যান চলাচল। এখনও জলমগ্ন হয়ে আছে শহরের বহু অঞ্চল। এরমধ্যেই আবার দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী সপ্তাহ থেকেই আবার বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। এমনটাই জানালেন আবহবিদরা। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহের রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই আবার রোদ উঠে যাবে। ফলে ধীরে ধীরে জমা জলও নীচে নেমে যাবে।
আরও পড়ুন : ফের পুজোর মন্ডপে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হতে চলেছে, এই নিয়ে জনস্বার্থে মামলা দায়ের হল হাইকোর্টে
কিন্তু রবিবারের পর সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে। তখন বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা ও বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। যার ফলে আবার বন্যা পরিস্থিতি তৈরি হওয়া সম্ভবনা রয়েছে। তবে আপাতত ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।